দাগনভূঞায় শালিশি বৈঠকে নারীসহ ২জনকে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: প্রকাশ- ৫ ডিসেম্বর ২০১৬। দাগনভূঞা পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ড কমিশনারের বাড়িতে শালিশি বৈঠকে নারীসহ ২ জনের উপর হামলা করে পিটিয়ে আহত করেছে আবুল কাশেম দুলালের (ইনকন) নেতৃত্বে কয়েকজন দৃর্বৃত্ত। ঘটনাটি শনিবার সকালে কমিশনার আহমেদ জুয়েলের উপস্থিতিতে তার বাড়িতে ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
সূত্র জানায়, জমি বিক্রির মধ্যস্থতার পাওনা টাকার বিবাদ নিয়ে দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ জুয়েলের বাড়িতে তার সভাপতিত্বে শালিশি বৈঠক বসে দুপক্ষ। উভয়পক্ষের যুক্তি তর্কের এক পর্যায়ে হঠাৎ আবুল কাসেম দুলাল (ইনকন দুলাল) উত্তেজিত হয়ে শালিশের বাদিনি মনোয়ারা বেগমের(৪৭) উপর কিল ঘুষি শুরু করে। তাকে রক্ষা করতে গেলে তার ছেলে শাখাওয়াত হোসেনকে মারধর করে দুলালের নেতৃত্বে ২/৩ জন। এসময় উপস্থিত সকলে পরিস্থিতি নিয়ন্ত্রন করে আহত মা-ছেলেকে দাগনভূঞা উপজেলা স্বা...









