আউজুবিল্লাহ পাঠের ফজিলত অনেক
সোনাগাজীর আলো ডেস্ক : ‘আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম’ পাঠের সঙ্গে আমরা সবাই পরিচিত। তবে আউজুবিল্লাহ পাঠের গুরুত্ব ও তাৎপর্য সবাই সমানভাবে জানেন না। আউজুবিল্লাহ পাঠের ফজিলত অনেক। শয়তান শব্দটি শাতানুন থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হলো দূর হও। বালা, আপদ ও মুসিবত দূর হও। রাজিম শব্দটি মারজুম শব্দের অর্থ প্রকাশ করে। মারজুম শব্দের অর্থ বিতাড়িত, অভিশপ্ত ও নাফরমান।
আল্লাহর হুকুম অমান্য করার ফলে শয়তান সেদিন জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। আল্লাহ তাঁর বান্দাদের বলেছেন, ‘তোমরা বিতাড়িত শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আমার নিকট সাহায্য প্রার্থনা করো।’
পবিত্র কুরআনের সূরা নাসের ৫-৬ নম্বর প্রার্থনামূলক আয়াতে বলা হয়েছে, ‘(আমি আশ্রয় চাই) যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে হোক।’ শয়তান দুই ধরনের- ১. বাতেনি শয়তান, ২. জাহেরি শয়তান।
বাতেনি শয়তান শরীরের রগে রগে, পশমের গো...



