সোনাগাজীতে যুবলীগ নেতা বেলাল বাহীনির অাবারো তান্ডব।
সোনাগাজী প্রতিনিধি :প্রকাশ- ২৭ নভেম্বর১৬।
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সী বাজার সংলগ্ন কুরী বাড়ীর সন্তোষের দুটি পুকুরের মাছ লুট করেছে এলাকার যুবলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসী ও সাজা প্রাপ্ত আসামী বেলাল। বেলাল মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খুরশিদ আলমের ভাই। ভুক্তভোগী সন্তোষ জানান, আমাদের বাড়ীর সম্পত্তির উপর দীর্ঘদিনের নজর এলাকার চিহ্নিত সস্ত্রাসীদের। বাড়ীর বিভিন্ন জিনিস পত্র মাঝে মধ্যে মাছের মত লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। প্রতিবাদ করলে প্রাননাশের হুমকি সহ নানান নির্যাতনের স্বীকার হতে হয়। শনিবার(২৬নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তোষের মালিকানাধীন দুটি পুকুরে সেচ দিয়ে মাছ লুট করে নিয়ে যায় বেলাল বাহিনী। এদিকে বেপরোয়া বেলাল বাহিনীর বিরুদ্ধে অহরহ অভিযোগ তুলেন স্থানীয় ভুক্তভোগী সাধারন জনগন। বক্তারমুন্সী বাজারের চা দোকানী মাহবুল হক বলেন, গত ১২...









