রেয়াত নিয়ে জটিলতা ||নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে রায় ফের পেছাল
সোনাগাজীর অালো ডেস্কঃ প্রকাশ- ২২ নভেম্বর১৬ : ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রায় ফের পিছিয়েছে। দু’টি প্রশ্নে আইনজীবীদের ব্যাখ্যা দিতে বলে রায় ঘোষণা মুলতবি রেখেছেন হাইকোর্ট।
আগামী ২৮ নভেম্বর ব্যাখ্যা দেবেন আইনজীবীরা এবং ওই দিনই পরবর্তী শুনানি হবে।
কারাগারে রেয়াতের বিষয়ে এক সার্কুলারে (১৯৫৯) বিধানে বলা হয়েছে, কারাগারে আসামিরা ৩০ শতাংশ রেয়াত পাবেন। এদিকে জেলকোডে আছে ২৫ শতাংশ রেয়াতের কথা। এখন এ দুই বিধানের মধ্যে কোনটা কার্যকরি হবে কিংবা দু'টিই একসঙ্গে হবে কি-না অথবা ১৯৫৯ এর বিধান অকার্যকর কি-না- এসব বিষয় পরিষ্কার করবেন নিজাম হাজারীর আইনজীবীরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ।
এ নিয়ে পঞ্চম দফায় রায় ঘোষণা পেছালেন হাইকোর্ট।
‘...









