বাংলার দর্পন’র ইফতার ও পুরস্কার বিতরণ
সোনাগাজী প্রতিনিধি : শনিবার ২১:০০। বাংলার দর্পন অায়োজিত শহীদ নুরুল অাফছার স্মৃতি কবিতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে ।
বাংলার দর্পন সম্পাদক সৈয়দ মনির অাহমদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা অা'লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী কমান্ডার নুরুল অাফছার সোনাগাজী অঞ্চলের সাহসী বীর মুক্তিযোদ্ধা। অামি ব্যাক্তিগত ভাবে এই বীর শহীদের হত্যার বিচার চাই। দায়েরকৃত মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হবে এটাই অাশা করে সোনাগাজীর জনগন।
বিশেষ অতিথি ছিলেন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা অা'লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্যাহ সেলিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন নাছির উদ্দিন রিপন,...









