ফেনীতে গনমাধ্যম সপ্তাহ ও মে দিবসে মফস্বল সাংবাদিক ফোরামের র্যালী ও অালোচনা সভা
ফেনী প্রতিনিধি: ১মে ২০১৭ সোমবার , ১৫:২০: মহান মে দিবস ও গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির র্যালী ও অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিএমএসএফ'র ট্রাংক রোড়স্থ ফেনীর অস্থায়ী কার্যালয়ে অালোচনা সভায়, সিনিয়র সাংবাদিক বেলাল অাহম্মদের সভাপতিত্বে ও সৈয়দ মনির অাহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সদস্য সচিব ছিদ্দিক অাল মামুন, ফুলগাজী উপজেলা অাহবায়ক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া উপজেলা অাহবায়ক নুরুজ্জামান সুমন, চ্যানেল এস প্রতিনিধি অাহসান উল্যাহ, বিজয় টিভি প্রতিনিধি কাফি দিদার, দৈনিক বজ্রশক্তি জেলা প্রতিনিধি দিল অাফরোজ, সাখাওয়াত হোসেন পাটোয়ারী, জিয়াউল হক বাপ্পি, অাবদুল আউয়াল চৌধুরী, জাহাঙ্গীর অালম, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি জহিরুল হক স...









