যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা
০৯:২১ , সেপ্টেম্বর ২৭ , ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪) রাত বারোটার দিকে নর্থ হলিউডে একটি মদের দোকানে ‘ডাকাতির সময়’ গুলিবিদ্ধ হয়ে ওই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ কালাম (৬১)। তিনি নর্থ হলিউডের বেলাইরি অ্যাভিনিউয়ের শেরম্যান ওয়েতে লিকার মার্ট নামক দোকানে কাজ করতেন।
লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা নর্মা আইজেনম্যান জানান, ব্যস্ত এলাকার দোকানটিতে ভারি অস্ত্রসহ হামলা ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে গিয়ে দোকানটির কর্মচারীকে অচেতন ও গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। ডি...








