এমএন লারমার মৃত্যুর ৩৩ বছর পর সংসদে শোক প্রস্তাব
২৬ সেপ্টেম্বর ১৬
সোনাগাজীর আলো ডেস্ক:মৃত্যুর ৩৩ পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ওপর শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। রবিবার দশম জাতীয় সংসদে দ্বাদশ অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক এই সংসদ সদস্যের শোকপ্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়।
শোক প্রস্তাবে বলা হয়েছে, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খেদারছড়ার থুম এলাকায় ‘বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-দেবেন-পলাশ চক্র’নামের একটি সশস্ত্র গ্রুপের আক্রমণে নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪। স্বতন্ত্র হিসেবে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এবং ১৯৭৩ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। এম এন লামরা জনসংহতির বর্তমান নেতা সন্তু লারমার বড় ভাই।
৩৩ বছরে পর...









