অপারেশনে ‘ভুলে’ প্রসূতি মৃত্যুর ঘটনায় মামলার আসামি ফেনীর ডাক্তার কাইয়ুম বহাল তবিয়তে
০৯ সেপ্টেম্বর ১৬, ১১:০২:২৩
বিশেষ প্রতিনিধি:-অপারেশনের ‘ভুলে’ প্রসূতি মৃত্যুর ঘটনায় মামলার আসামি ফেনীর ডাক্তার কাইয়ুম বহাল তবিয়তে বিদেশ সফর করছেন। আর বাদী পক্ষকে হুমকি ধামকি দিয়ে মামলা তুলে নিতে সাজানো ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন তার দুই সহকর্মী। বাদী পক্ষ ও বিভিন্ন সূত্র থেকে এ অভিযোগ পাওয়া গেছে।
চিকিৎসক ডা. কাইয়ুম ফেনী জেলা গাইনোকলজি সমিতির সভাপতি। মহিপালে এসএসকে রোডে তার মালিকানাধীন ফেনী প্রাইভেট ক্লিনিকও রয়েছে তার। মামলা সত্ত্বেও তিনি আছেন বহাল তবিয়তে আর তার সহকর্মী খিজির হায়াৎ, অভিক ও বেলায়েত মিলে আইনি প্রক্রিয়া থামানোর চেষ্টায় আছেন।
জানা গেছে, অপারেশনের সময় ‘ভুল করে’ পেটের ভেতর গজ রেখে দেওয়ায় সন্তান জন্ম দেওয়ার ১২ দিনের মাথায় মারা যান বিলকিস। হাসপাতাল ছাড়ার পর তীব্র ব্যথা নিয়ে চিকিৎসককে ফোন করে না পেয়ে কুমিল্লা থেকে তাকে ঢাকায় আনা হয়। ঢাকা মেডিক্যালে ত...









