একরাম হত্যা মামলা পুনরায় চালু হবে -জয়নাল হাজারী
নিজস্ব প্রতিবেদকঃ ৩ সেপ্টেম্বর ২০১৬:
যারা জয়নাল হাজারী বিহীন ফেনীকে শান্তির শহর বলছে তাদের কাছে প্রশ্ন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান একরাম কে যেভাবে হত্যা করা হয়েছে এর দ্বিতীয় নজির কোথাও অাছে কি? লালপুলের মত অস্ত্র কেলেংকারির ঘটনা অন্য সময়ে হয়েছে কি? মন্ত্রীর সামনে সংসদ সদস্য লাঞ্চিতের ঘটনা কখনো ঘটেছে কি? শুক্রবার রাত ৮টায় ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী তার ব্যক্তিগত ফেইসবুক লাইভে বর্তমান ফেনী ২ আসনের সাংসদ নিজাম হাজারীকে ইঙ্গিত করে এসব কথা বলেন। প্রায় ত্রিশ মিনিটের ভিডিও লাইভে তিনি বর্তমান সাংসদ নিজাম হাজারীর কঠোর সমালোচনা করেন। তিনি আরো বলেন, ফেনীর মানুষ আতংকে আছে ।এখন থেকে প্রতি মাসে একবার ফেনীতে আসবেন এবং ফেনীর মানুষকে সময় দিবেন।এসময় তিনি একরাম হত্যাকান্ডের ব্যাপারে বলেন ,যদি একরামের স্ত্রী অর্থ লোভ না করে ঠিক থাকে তাহলে এ মামলা তিনি পুনরায় চালু করবো। এতে আরো অনেকে আসামি হবে...









