মেয়রের বদ নজর, দাগনভূঞায় গণ শৌচাগার দখল করে দোকান নির্মান।
আবুল হোসেন রিপন:পৌরসভার খাল,বিল,রাস্তা দখলের পর এবার গন শৌচাগারের উপর বদ নজর পড়েছে ফেনীর দাগনভুঞা পৌর সভার মেয়র ফারুক খাবের।সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম ভাঙ্গিয়ে ফেনীর দাগনভূঞা বাজারে সড়ক ও জনপথের জায়গার উপর নির্মিত পাবলিক টয়লেট(গন শৌচাগার)টি দখল করে দোকান নির্মান করছেন পৌরসভার মেয়র ওমর ফারুক খানের নেতৃত্বে একটি চক্র।
গত দুই দিন যাবত শ্রমিক দিয়ে পৌরসভার জিরো পয়েন্টে পাবলিক টয়লেট(গণ শৌচাগার)টি ভেঙ্গে দোকান নিমাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা। ১০ লাখ টাকায় সেখানে দোকান বরাদ্ব দেওয়ার কথাবার্তা চলছে বলে জানা গেছে।
বাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান,এখানে বাস ষ্টপিজ হওয়ায় এখানে প্রতিদিন শত শত পরিবহন যাত্রী উঠানামা করে।গনশৌচাগারটি বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী ,বাস যাত্রীও পথচারীদের কি অবস্থা হবে?
দাগনভূঞা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কায়েস রিপন জা...







